ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাগেরহাটের সাতজনের বিরুদ্ধে মামলার রায় বৃহস্পতিবার

বাগেরহাটের সাতজনের বিরুদ্ধে মামলার রায় বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামসহ বাগেরহাটের সাতজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলের রেজিস্টার ব্যারিস্টার মেজবাহ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ নভেম্বর বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ৯ নভেম্বর দিন ঠিক করেছিলেন। কিন্তু রায় ঘোষণার দিন আসামির মৃত্যুর তথ্য পাওয়ায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন আদালত। এরই ধারাবাহিকতাই ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলাটিতে মোট আসামি ছিলেন নয়জন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। খান আকরাম হোসেন, মকবুল মোল্লা ও শেখ মো. উকিল উদ্দিন কারাবন্দি রয়েছেন। বাকি চারজন পলাতক। পলাতক আসামিরা হলেন, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল।

আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে সাতটি অভিযোগ আানা হয়েছে।

বাগেরহাট,রায়,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত