ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আপিল শর্তে এক মাসের জামিন পেলেন ড. ইউনূস

আপিল শর্তে এক মাসের জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন পেয়েছেন।সোমবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।

উক্ত মামলায় ড. ইউনূসসহ চার আসামিকে শ্রম আইন ৩০৩ (ঙ) ধারা লঙ্ঘন করায় ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও শ্রম আইনে ৩০৭ লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

এর আগে মামলার রায় শুনতে দুপুর ১টা ৪৩ মিনিটে আদালতের এজলাসে হাজির হন ড. ইউনূস। এ সময় তার আইনজীবীরাও সঙ্গে ছিলেন। আলোচিত এ রায়কে ঘিরে আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মামলায় অন্য আসামিরা হলেন, গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান ও অপর দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

চলতি বছরের ২৪ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। একইসঙ্গে এই মামলার রায় ঘোষণার জন্য ১ জানুয়ারি দিন ধার্য করা হয়। সেদিন রাত ৮টা ২০ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

আপিল,জামিন,ইউনূস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত