ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়লো ২৩ মে পর্যন্ত

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১১:৫৫ | অনলাইন সংস্করণ

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ড. ইউনূসকে আগামী ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় কাকরাইল শ্রম আপিল ট্রাইব্যুনালে আইনজীবীসহ হাজির হন ড. ইউনূস। শুনানির পর বিচারক ২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। সাজার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন চেয়েছিলেন ড. ইউনূস।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আবেদনটি দাখিল করেন।

এর আগে গত ১১ মার্চ ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন আদালত। লিখিত আদেশে বলা হয়, ১৬ এপ্রিল পর্যন্ত ড. ইউনূস জামিনে থাকবেন। ওই দিন তিনিসহ চারজনকে ফের হাজির হতে হবে। আদালত আরও বলেছিলেন, ১৬ এপ্রিল আপিল শুনানির দিন ধার্য করা হলো। একইসঙ্গে শ্রম আদালত থেকে পাঠানো মামলার এলসিআর গ্রহণ করা হলো।

গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।