মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রম সংস্কার চেয়ে রিট

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১২:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার ও বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সাথে সাথে রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলামও স্থগিত চাওয়া হয়েছে।

শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে বলে জানা গেছে।

 

আবা/এসআর/২৪