ফের ৪ দিনের রিমান্ডে আইজিপি মামুন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন রাজধানীর চানখারপুলে ইসমামুল হক (১৬) নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ সকাল ৮টার দিকে আব্দুল্লাহ আল মামুনকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, চানখারপুলে গুলির ঘটনায় গত ৫ আগস্ট মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

আবা/এসআর/২৪