ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্র আন্দোলনে শহীদদের জাতীয় বীর ঘোষণা কেন নয় : হাইকোর্ট

ছাত্র আন্দোলনে শহীদদের জাতীয় বীর ঘোষণা কেন নয় : হাইকোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে শহীদদের জাতীয় বীর ঘোষণা কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং তাদের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা মো. আলী নাজির শাহিন জনস্বার্থে রিটটি দায়ের করেন। আদালত থেকে বের হওয়ার পর রিটকারীর আইনজীবী মোহাম্মাদ রায়হান আলম এ তথ্য জানান।

আবা/এসআর/২৪

ছাত্র আন্দোলন,বীর,ঘোষণা,হাইকোর্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত