আদানির সঙ্গে বিদ্যুৎ নিয়ে সব চুক্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৩:০৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ খাতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি বাতিলের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে ব্যারিস্টার এম কাইয়ুম এই লিগ্যাল নোটিশ পাঠান।
তিন দিনের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী।
নোটিশে বলা হয়েছে, আদানির সঙ্গে করা চুক্তি অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে, নতুবা আগামী তিন দিনের মধ্যে হাইকোর্টে রিট আবেদন করা হবে। আইনজীবী আরও বলেন, বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে এই চুক্তিগুলোর বিস্তারিত রিপোর্ট দিতে হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে সরকারের নির্দেশনায় তাড়াহুড়ো করে আদানি গ্রুপের সঙ্গে একটি ২৫ বছরের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রের কোনো কার্যক্রম শুরু হয়নি। এই চুক্তির আওতায়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
আবা/এসআর/২৪