র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গুলিবিদ্ধ হয়ে পা হারানো লিমন সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) তিনি এই অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি তার পা হারানোর জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন।
লিমন হোসেন জানান, তিনি র্যাবের গুলিতে তার পা হারান এবং অভিযোগে আসামি হিসেবে তৎকালীন র্যাব-৮ এর প্রধান মেজর রাশেদ, র্যাবের সহকারী মহাপরিচালক জিয়াউল হাসান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক ছিদ্দিকিসহ ৯ জনের নাম উল্লেখ করেছেন।
তিনি আরও জানান, গত ১৩ বছর ধরে তিনি ও তার পরিবার হয়রানির শিকার হয়েছেন। তাকে দুইটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, এর মধ্যে একটি অস্ত্র মামলায় তিনি খালাস পেয়েছেন, যা তার নির্দোষত্ব প্রমাণ করে।
জানা গেছে, ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় র্যাবের গুলিতে তৎকালীন কলেজছাত্র লিমন হোসেন গুলিবিদ্ধ হয়। তখন লিমনের বয়স ছিল ১৬ বছর ৩ মাস। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকেরা অস্ত্রোপচার করে লিমনের বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলেন।
আবা/এসআর/২৪