জেল থেকে পালানো ৭০০ বন্দী এখনো অধরা: কারা মহাপরিচালক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:০৫ | অনলাইন সংস্করণ
বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এরমধ্যে ১৭টি কারাগার অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ এবং গণঅভ্যুত্থানের সময় কারাগার থেকে পলাতক সাত শতাধিক বন্দী এখনো ধরা পড়েননি বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।বুধবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের বর্তমান কারাগারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কারা মহাপরিদর্শক জানান, গণঅভ্যুত্থানের সময় ২২ শতাধিক আসামি পালিয়েছিল। এর মধ্যে ১৫০০ মতো গ্রেপ্তার হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মামলায় দাগি আসামি বা যাদেরকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে তাদের ১১ জন মুক্তি পেয়েছেন। যাদের জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য বলা হয়েছে তাদের ১৭৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের। আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য। তাছাড়া পালানো বিভিন্ন আলোচিত মামলা ও জঙ্গি সদস্যের মধ্যে এখনো পলাতক ৭০ জন। তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।