স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রায় পৌনে ৪ বছর পর কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গাড়িতে করে বের হলেও গণমাধ্যমকর্মীসহ উপস্থিত কারও সঙ্গে কথা বলেননি তিনি।
এর আগে বুধবার সকালে তাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।
বাবুল আকতারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, দীর্ঘদিন বিচারিক আদালত থেকে জামিন পাননি বাবুল আক্তার। গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই জামিন আদেশ এবং আদালতের জামিন পরোয়ানা কারাগারে পাঠানোর পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। আজ চেম্বার জজ আদালত বাদীর আপিল শুনানি শেষে হাইকোর্টের জামিন আবেদন বহাল রাখেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১২ মে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর তিনি ফেনী ও চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন। বিভিন্ন সময়ে জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। চলতি বছর হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেন এবং গত ২৭ নভেম্বর শুনানি শেষে হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
আবা/এসআর/২৪