বেক্সিমকো গ্রুপের দেনা ৫০ হাজার কোটি টাকা : বাংলাদেশ ব্যাংক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:২২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের ১৬টি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের ৭৮টি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২২ জানুয়ারি দিন ঠিক করেছেন হাইকোর্ট।
রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। ব্যাংকটির আইনজীবী ব্যারিস্টার মো. মনিরুজ্জামান এ প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বেক্সিমকোর ১৮৮ কোম্পানির মধ্যে ৭৮ কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৫০ হাজার ৫০০ কোটি টাকা দায়-দেনা আছে।
ঋণ সুবিধাদাতাদের মধ্যে জনতা ব্যাংক একক ঋণ গ্রাহক হিসেবে বেক্সিমকো গ্রুপকে তার প্রাপ্যের চেয়ে প্রায় ২০ গুণ বেশি আর্থিক সুবিধা দিয়েছে। উল্লেখযোগ্য যে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোকে দেওয়া ঋণের প্রায় ৫০ শতাংশ জনতা ব্যাংক একাই দিয়েছে।
এর আগে, গত ১২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়।
আবা/এসআর/২৪