সুপ্রিম কোর্ট, বার ভবনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্ট এলাকা, জাজেজ কমপ্লেক্স, সুপ্রিম কোর্ট বার ভবন, বিচারপতিগণের বাসভবনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, 'উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে থাকেন। এছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি অত্র কোর্টে রক্ষিত আছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারিকসেবা প্রদান করা এবং বিভিন্ন মামলার নথি সংরক্ষণের নিশ্চয়তা প্রদানের নিমিত্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা অতীব জরুরি।'
এতে আরও বলা হয়েছে, 'এমতাবস্থায়, এ সমস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করণে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'
আবা/এসআর/২৪