রাজউকের প্লট দুর্নীতি

শেখ হাসিনা ও জয়ের নামে দুদকের মামলা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:০৪ | অনলাইন সংস্করণ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে ১০ কাঠার দুটি সরকারি প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

তাঁদের সঙ্গে জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের কর্মকর্তাসহ আরো ২৩ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার দুদকের ঢাকার ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয় মামলা দায়ের হয় বলে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান।

দুদক সূত্র জানায়, ‘ক্ষমতার অপব্যবহার করে’ পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনার নিজ নামে ১০ কাঠার প্লট এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে দুটি মামলা হয়। দ্বিতীয় মামলায় প্রধান আসামী জয়ের সঙ্গে শেখ হাসিনাকে সহযোগী আসামি করে অপর মামলাটি দায়ের করা হয়।

ইতিমধ্যে পূর্বাচল নতুন শহরে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী ও টিউলিপ সিদ্দিককে আসামি করে চারটি মামলা দায়ের করেছে কমিশন।