জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আপিলের রায় আজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চার দিনের শুনানি শেষে হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ ঘোষণা হবে।

বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। ফলে বলা যায়, আজই জানা যাবে খালেদা জিয়ার দণ্ড বহাল থাকবে নাকি খালাস পাবেন।

এর আগে রাষ্ট্রপক্ষ, দুর্নীতি দমন কমিশন (দুদক), বেগম খালেদা জিয়া এবং অন্য এক আপিলকারী পক্ষে শুনানি হয়। এই শুনানিতে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং অন্য আইনজীবীরা ছিলেন। 

অপরদিকে, রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং দুদকের পক্ষে সিনিয়র আইনজীবী মো. আসিফ হাসান।

এ সময়ে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট গঠনের ক্ষেত্রে তার সই বা স্বাক্ষরিত কোনো নথি তারা প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারেননি। তাছাড়া, যেখানে অর্থ আত্মসাৎ করার কথা বলা হচ্ছে, সেখানে ব্যাংক হিসাব থেকে তা কোনোদিন খোয়া যায়নি, বরং ব্যাংক একাউন্টে অর্থ বাড়তেই থেকেছে। তারা আরো বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে কোনো আইনি ভিত্তি নেই, শুধুমাত্র অনুমান নির্ভর ও প্রমাণহীন বলে দাবি করেন তারা।

 

আবা/এসআর/২৪