ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আজ

জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আজ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির সাজার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

আজকের কার্যতালিকায় এটি ১৯ নম্বর সিরিয়ালে রাখা হয়েছে। আজ রিভিউ আবেদনটির শুনানি শেষে এটি এলাউ করলে আজহার খালাস পাবেন। অপরদিকে রিভিউ আবেদনটি খারিজ করে দিলে তার মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকবে। তবে রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে অন্য সাজাও দিতে পারেন। সবকিছুই নির্ভর করছে আদালতের এখতিয়ারের ওপর।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এটিএম আজহারের মুক্তির দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী। গত ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয় দলটি। রাজধানীর পল্টনে কেন্দ্রীয়ভাবে পালিত কর্মসূচি থেকে এটিএম আজহারকে মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় জামায়াত। এর মধ্যেই তার রিভিউ আবেদনটি শুনানির জন্য বৃহস্পতিবারের কার্যতালিকায় আসে।

এর আগে, রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজহারের রিভিউ আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

আবা/এসআর/২৫

আজহার,রিভিউ শুনানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত