সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির আরও ১৮টি ব্যাংক হিসাবে থাকা ৬ কোটি টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীপু মনির আরও ১৮টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে দুদক। একই সঙ্গে দীপু মনির এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করে সংস্থাটি।
শুনানি নিয়ে আদালত দীপু মনির এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী, দীপু মনির ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৮৬২ টাকা।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, দীপু মনির ওই ১৬টি ব্যাংক হিসাবে জমা হয় ৩১ কোটি ৯ লাখ টাকা। অন্যদিকে এসব ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে ২৮ কোটি ৭০ লাখ টাকা। বর্তমানে এসব ব্যাংক হিসাবে ২ কোটি ৩৯ লাখ টাকা জমা ছিল। উল্লেখ্য, গত ১৯ আগস্ট গ্রেপ্তার হন দীপু মনি। এর পর থেকে তিনি কারাগারে।