পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের রেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) ও বিডি ল্যাম্পস।
তথ্য মতে, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে ১ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসিআইর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দেয়। এর মধ্যে ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এদিকে, বিডি ল্যাম্পসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা দেয়। এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।