ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাবের অ্যান্ড জুবায়ের ‘ফেব্রিক উইক-২০২৪’ শুরু রোববার

জাবের অ্যান্ড জুবায়ের ‘ফেব্রিক উইক-২০২৪’ শুরু রোববার

নোমান গ্রুপের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ‘ফেব্রিক উইক-২০২৪’ শুরু হচ্ছে আগামীকাল রোববার। রাজধানীর গুলশানে ২২ জানুয়ারি শুরু হওয়া ফেব্রিক উইক চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

প্রতি বছর বসন্ত/ গ্রীষ্ম এর আন্তর্জাতিক কাপড়ের বাজারের জন্য ফেব্রিক মেলার আয়োজন করছে প্রতিষ্ঠানটি। এটি জাবের অ্যান্ড জুবায়েরের ১২তম আন্তর্জাতিক ফেব্রিক মেলা। প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এ মেলা।

জানা গেছে, জাবের অ্যান্ড জুবায়ের ২০১৭ সাল থেকে বছরে দু’বার এই আন্তর্জাতিক কাপড়ের মেলার আয়োজন করে আসছে। একটি মেলা আয়োজিত হয় বসন্ত/গ্রীষ্ম কালের আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য রেখে। অন্যটি শীত ও শরৎকালের বাজারকে ঘিরে। এবারের মেলায় প্রদর্শিত বেশিরভাগ ফেব্রিকই পরিবেশবান্ধব ও টেকসই উপাদানে তৈরি। মোট ২০০ টি নতুন ডিজাইনের কালেকশন এবং ৪০টি নতুন কাপড় উদ্ভাবন নিয়ে আসছে এবার জাবের অ্যান্ড জুবায়ের।

ইতোমধ্যেই অনেক বিদেশি ক্রেতা এবং তাদের প্রতিষ্ঠানগুলো মেলায় আসার জন্যে রেজিস্ট্রেশন করেছে এবং আশা করা যাচ্ছে, ব্যাপক বিদেশি ক্রেতাদের সমাগম ঘটবে জাবের অ্যান্ড জুবায়েরের এই ফেব্রিক মেলায়। রেজিস্ট্রেশন এর জন্যে ক্লিক করুন এই লিংকে ( https://www.znzfashion.com/registration ) ।

নোমান গ্রুপ,জাবের অ্যান্ড জুবায়ের,ফেব্রিক উইক-২০২৪
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত