এবার ভোক্তা পর্যায়ে দাম বাড়ল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে আগস্ট মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম ১৪১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ১৪০ টাকা। আজ বুধবার (২ আগস্ট) থেকে এ দাম কার্যকর হবে।
বুধবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির নতুন এ দাম ঘোষণা করে।
এতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫২ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়।