ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নামছে ভোক্তা অধিদপ্তর

পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নামছে ভোক্তা অধিদপ্তর

পণ্য বেঁধে দেয়া দামে বিক্রি নিশ্চিতে আজ শনিবার রাজধানীসহ সারা দেশে অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে আজ অধিদপ্তরের তিনটি টিম বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে। এর মধ্যে অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) শরিফুল ইসলাম ও সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) সোহেল চাকমা রামপুরা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার এলাকায় অভিযানে যাবেন।

এছাড়া সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) তাহমিনা বেগম ও সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) মাগফুর রহমান নিউ মার্কেট, টাউনহল ও সাদেক খান কাঁচাবাজার এলাকায় অভিযানে যাবেন।

সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) শাহ আলম ও সহকারী পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) আসিফ আল আজাদ স্টাফ কোয়ার্টার, কোণাপাড়া ও ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করবেন।

এসব বাজারে অভিযানসহ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম পরিচালনায় সবাব সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়। বৃহস্পতিবার থেকেই এই দর কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে এর কোনো প্রভাবই নেই। পাশাপাশি ডেঙ্গুর প্রকোপের কারণে বাড়তি দামে স্যালাইন বিক্রি ঠেকাতেও দেয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত