যমুনা নদীর ভাঙনরোধে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ | অনলাইন সংস্করণ

যমুনা নদীর তীর রক্ষা, নদীর নাব্য বৃদ্ধি ও নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকা রক্ষার প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ১০ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।ডলারের বর্তমান বিনিময় মূল্যে টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ১ হাজার ১১৭ কোটি টাকা। গতকাল বুধবার বিশ্বব্যাংক এ ঋণ অনুমোদন করেছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পে এ ঋণ সহায়তা দেবে সংস্থাটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে তাতে যমুনা নদীর নাব্য বৃদ্ধি পাবে। এর ফলে বছর জুড়ে বড় জাহাজ চলাচল করতে পারবে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নৌপরিবহন পুনরুজ্জীবিত হবে, যা আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে। প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রায় আড়াই হেক্টর জমি নদীভাঙন ও বন্যা থেকে রক্ষা পাবে এবং ১ লাখ মানুষ উপকৃত হবে। প্রকল্পটি ফুলছড়ি, গাইবান্ধা ও কালিহাতী এলাকায় বাস্তবায়িত হবে। পাশাপাশি নদীপথে যাতায়াতে আগ্রহী মানুষকে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহনের সুযোগ তৈরি করবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক উল্লেখ করেন, যমুনা নদী বিশ্বের বৃহত্তম ও গতিশীল নদীগুলোর একটি। এ নদীকে ঘিরে লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা আবর্তিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে নদীভাঙনের কবলে পড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ স্থানচ্যুত হয়। তাতে তারা দরিদ্রতার কবলে পড়ে। তাই যমুনা নদীর টেকসই ও জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা দেশ ও দেশের মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।