রাতারাতি সব সংকট দূর করা সম্ভব নয় : অর্থমন্ত্রী

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১৩:৫৬ | অনলাইন সংস্করণ

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘সব সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সময় দিন।’ 

অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় একা পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। রমজানে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। অনেক সংশোধন করতে হবে। সব ডেভেলপমেন্ট ফিল্ডেই সংশোধন করতে হয়।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘অর্থপাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে কী করা যায় তা নিয়ে ভাবতে হবে। অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, একটু সময় দেন।’