ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ মজুদদারদের কঠোর হুঁশিয়ারি দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

অবৈধ মজুদদারদের কঠোর হুঁশিয়ারি দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, যারা সৎভাবে ব্যবসা করবে সরকার তাদের সব ধরনের সহায়তা করবে। কিন্তু কেউ অবৈধভাবে কোনো পণ্য মজুদ ও ষড়যন্ত্র করে দাম বৃদ্ধির চেষ্টা করলে, তাদের ব্যাপারে কঠোর হতে আমরা পিছ পা হব না।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে জানুয়ারি মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে চালের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা চালের বাজারে গিয়ে তাদের ব্যবস্থাপনা দেখব। মিল থেকে দোকান পর্যন্ত সাপ্লাই চেইনে যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে সেটি দূর করার উদ্যোগ নেব। এর আগে আমরা টিসিবি পণ্য বিক্রি শুরু করেছিলাম ট্রাক দিয়ে। আমরা ট্রাক থেকে এখন দোকানে এসেছি। পরবর্তীতে এটা ন্যায্য মূল্যের দোকানের মতো দেওয়ার ব্যবস্থা করব যাতে কর্মজীবী ও খেটে খাওয়া মানুষেরা বিকেলে এসব পণ্য কিনতে পারেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান পর্যন্ত টিসিবির পণ্য বিতরণে কোনো সমস্যা হবে না। এখন তেল, মসুর ডাল ও চাল দেওয়া হবে। রমজানে খেজুর ও ছোলা যুক্ত করা হবে। একই সঙ্গে টিসিবির পণ্য বিতরণে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য তদারকি ব্যবস্থা জোরদার করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম সফিকুজ্জামান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান প্রমুখ।

অবৈধ,হুঁশিয়ারি,মজুদদার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত