আরও এক ধাপ বাড়লো স্বর্ণের দাম
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১৭:২১ | অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল ফিতরের ঠিক এর আগ মুহূর্তে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ফলে ২২ ক্যারেটের একভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায়।
সোমবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে।
এর আগে গত শনিবার (৬ এপ্রিল) স্বর্ণের দাম বাড়িয়েছিল সংগঠনটি। বাজুসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি গ্রাম স্বর্ণে ১৫০ টাকা বাড়িয়ে ৯৯৩০ টাকা নির্ধারণ করা হয় যা এতদিন ৯৭৮০ টাকায় বিক্রি হয়ে আসছিল। সে হিসেবে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। যা এতদিন এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা বিক্রি হয়ে আসছিল। সে হিসেবে ভরিপ্রতি দাম বাড়ল এক হাজার ৭৫১ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।