ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে পাইকারীতে কমেছে আলুর দাম 

মুন্সীগঞ্জে পাইকারীতে কমেছে আলুর দাম 

মুন্সীগঞ্জে প্রধান সড়কে ভোরের তরকারি বাজারে পাইকারীতে আলুর দাম প্রকারভেদে দুই সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। তবে খুচরা দামে তেমনটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তার ফলে ক্রেতারা তেমন একটা আলু কিনে সুবিধা করতে পারছে না। আলুর দামে বাজার মনিটরিং জোরদার না থাকাতে এমনটা হচ্ছে বলে ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। তবে এখনো পরিশেষে আলুর বাজার সিন্ডিকেটের দখলে রয়েছে। এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে। শহরের ভোরের তরকারি বাজারে সকল ধরণের সবজির দামও চড়াভাব লক্ষ্য করা যাচ্ছে। শহরবাসী এ থেকে পরিত্রাণের আশা করছে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে।

শুক্রবার সকালে বাজারে আলু কিনতে আসা সিফাত নামে এক ক্রেতা বলেন গত দুই সপ্তাহ আগে সাদা গোল আলু ৫কেজি ২৬০ টাকায় বিক্রি করতে দেখা যায়। কিন্তু এরপরের সপ্তাহে সেই আলু ২৫০ টাকা বিক্রি করতে দেখা যাচ্ছে। আর লাল আলু অনুরূপ ভাবে ৫কেজি ২৭০ টাকা বিক্রি করতে দেখা গেলেও এখন তা ৫কেজি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতাদের প্রথম পচ্ছন্দ সাদা ডায়মন্ড ব্যান্ডের আলু। ভোরের বাজারে আলুর বাজারেরর এমন হালচাল থাকলেও শহরের প্রধান বাজার ও এর আশপাশের বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা ধরে। ভোরের এ বাজারে আশপাশের কৃষকরা যেসব সবজি নিয়ে এখানে আসেন তা এখানকার ফরিয়ারা কম দামে কিনে পরে তা চড়া দামে বিক্রি করে। তাদের দাপটে এখানকার ক্রেতারা বড়ই অসহায়।

মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার কোল্ড স্টোরেজ গুলোতে পর্যাপ্ত পরিমাণ আলু সংরক্ষণ রয়েছে। তবে সাধারণ বাজারে আলুর দাম কোনভাবেই কমছে না। হিমাগার কেন্দ্রিক আলুর ব্যবসার সাথে বড় বড় রাজনৈতক নেতারা জড়িত থাকাতে এখানকার আলুর ব্যবসা সিন্ডিকেটের দখলে চলে গেছে। এখানকার আলুর এ ব্যবসায় রাজনৈতিক নেতারা সিন্ডিকেটদের প্রাধান্য দিয়ে থাকেন বলে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

জেলায় এ বছর ৩৪ হাজার ৩৪৬ হেক্টর জমিতে ১০ লাখ ৫৬ হাজার ৪৬৩ টন আলু উৎপাদন হয়েছে।

মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত