ঢাকা ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক

বিভিন্ন খাতে সংস্কারে অন্তর্বর্তী সরকারের সহায়তার জন্য সহজ শর্তে বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এই প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের নিজস্ব ফেসবুক পেইজে এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

ফেসবুক বার্তা উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এই বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতগুলো সংস্কারের জন্য ৩বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই-এর সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য সোলার প্যানেল বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত