ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তেল ও ডিম আমদানিতে শুল্ক কমছে

তেল ও ডিম আমদানিতে শুল্ক কমছে

আমদানি করা ডিমের শুল্ক ৩৩ থেকে কমিয়ে ১৩ শতাংশ ও ভোজ্য তেলে পাঁচ শতাংশ শুল্ক কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আবুল কালাম আজাদ জানান, আড়তদাররা সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করবে ব্যবসায়ীদের সাথে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খানসহ ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর মালিকপক্ষ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর তাদের (ভোজ্যতেল পরিশোধন সমিতি) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আজই প্রস্তাবটি পাঠিয়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাব পেয়েছি। শুল্ক কমানোর বিষয়টি পর্যালোচনা করার কাজও শুরু করেছি। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।’

পরিবর্তিত পরিস্থিতিতে ৯৯ শতাংশ গার্মেন্টস খোলা রয়েছে বলেও জানান তিনি। উপ প্রেস সচিব বলেন, ‘বাকি যে দুই একটি বন্ধ রয়েছে সেখানে শ্রমিক অসন্তোষ নেই, সেগুলোও শীঘ্রই খোলা হবে।’

সরকারের বর্তমান অবস্থান জুলাই হত্যাকাণ্ডের বিচার করা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় এ বিষয়টি প্রাধান্য পেয়েছে।’

প্রধান উপদেষ্টার সাথে সংলাপে জাতীয় পার্টি দাওয়াত পাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শনিবার থেকে গণফোরাম, এলডিপি, লেবার পার্টি, জাপা (আন্দালিব), জাতীয়তাবাদী সমমনা দল, ১২ দলীয় জোট ও জাতীয় মুক্তি কাউন্সিলের সাথে আলোচনা হবে। অন্য কার সঙ্গে আলোচনা হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি।’

আমদানি,শুল্ক,ডিম,তেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত