পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ চলছে

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৫:০৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ চলছে। এ বিষয়ে ওয়াশিংটন থেকে কারিগরি সহযোগিতা নেওয়া হবে। পাচার তো এক দিনে হয়নি তাই এই অর্থ ফিরিয়ে আনতেও সময় লাগবে। অলরেডি একটি টাক্সফোর্স কাজ করছে।

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে কিছু কারিগরি সহযোগিতা লাগবে। এ বিষয়ে গভর্নরের সঙ্গে কথা হয়েছে। উনি ওয়াশিংটন গেছেন, আমরাও যাচ্ছি। অতএব এটা আমাদের একটা প্রায়োরিটি (অগ্রাধিকার)। এটা নিয়ে কাজ হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মিটিংয়ে অর্থপাচারের তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।
পাচার হওয়া টাকা কতদিনের মধ্যে ফেরত আসতে পারে? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সেটা বলা যাবে না। কাজ তো শুরু হয়ে গেছে অলরেডি। গিয়েছে অনেক বছর ধরে, হঠাৎ করে ফেরত আসার সম্পর্কে এখন আমার কাছে জানতে চাচ্ছেন। অ্যাকটিভলি কাজ শুরু হয়ে গেছে।

তিনি আরও বলেন, ডিমের দামে সস্তি এসেছে। অন্যান্য পণ্যের দামেও আশা করি দ্রুত স্বস্তি ফিরে আসবে।

 

আবা/এসআর/২৪