বিজিএমইএর পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৯:০২ | অনলাইন সংস্করণ
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে সরকার। তার বদলে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসকের দায়িত্ব পেয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
রোববার (২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা এক অফিস আদেশে বিষয়টি জানিয়েছে।
অফিস আদেশে বলা হয়, প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বেশ কিছু বাণিজ্য সংগঠনের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় সরকার। সেই ধারাবাহিকতায় এবার বিজিএমইএতে বসানো হলো প্রশাসক।