ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বব্যাংক ও এডিবি সহযোগিতার আশ্বাস দিয়েছে : অর্থ উপদেষ্টা

বিশ্বব্যাংক ও এডিবি সহযোগিতার আশ্বাস দিয়েছে : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বব্যাংক এবং এডিবি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর আগে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। সুতরাং এটা সরকারের অন্যতম একটি সফলতা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) সাফল্যের সূর্য উদয় হয়েছে এবং আমাদের অর্জন খুব একটা খারাপ নয়। আমরা একটি পায়ের ছাপ রেখে যাবো। আমরা এমন জায়গাগুলো দিয়ে হাঁটবো যা রাস্তা তৈরির দিকনির্দেশ করবে।

তিনি বলেন, কয়েকটি ব্যাংকের অবস্থা খারাপ হলেও ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। কোনো ব্যাংক বন্ধ করা হবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, আর্থিক খাতের চ্যালেঞ্জ খুব ভয়াবহ। বিগত সরকারের আমলে ব্যাংক, পুঁজিবাজারসহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। সেগুলো সংশোধনের চেষ্টা করা হচ্ছে।

কোনো ব্যাংক বন্ধ হবে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু কোনো ব্যাংক বন্ধ করা হবে না।

আবা/এসআর/২৪

বিশ্বব্যাংক,সহযোগিতা,আশ্বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত