ডলারের দাম বাড়ার সাথে বেড়েছে প্রবাসী আয়। ফলে আগের তুলনায় বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর দেশের গ্রস রিজার্ভের পরিমাণ এখন ২৬ দশমিক ০৯ বিলিয়ন ডলার।
রোববার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম মেনে বিপিএম-৬ অনুযায়ী দেশে রিজার্ভ-এর পরিমাণ এখন ২১.৩৩ বিলিয়ন ডলার। এই হিসাবেও আগের চেয়ে বেড়েছে রিজার্ভ।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ০৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম মেনে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ-এর পরিমাণ এখন ২ হাজার ১৩৩ কোটি ডলার (২১.৩৩ বিলিয়ন ডলার)।
এদিকে, চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে মোট ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৮ কোটি ৬৪ লাখ ডলার দেশে রেমিট্যান্স হিসেবে পৌঁছেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসীরা মোট ২৪২ কোটি ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত নভেম্বরে এই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ২৪ লাখ ডলার এবং অক্টোবর মাসে এসেছিল ২১৬ কোটি ৪৪ লাখ ডলার। অর্থাৎ, অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম ৪ সপ্তাহে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে বৈধ পথে ২৪২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার ৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৬৪ লাখ ডলার।
আবা/এসআর/২৪