ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাড়তে পারে ওষুধ-সিগারেটসহ ৬৫ পণ্য-সেবার দাম

বাড়তে পারে ওষুধ-সিগারেটসহ ৬৫ পণ্য-সেবার দাম

মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে সংশোধন আনতে যাচ্ছে সরকার। এর ফলে বাজেটের আগেই বাড়তে পারে ওষুধ, ইন্টারনেট, সিগারেটসহ ৬৫ ধরণের পণ্য ও সেবার দাম।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে এই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র জানায়, জাতীয় সংসদ ছাড়া কর বাড়ানোর সুযোগ নেই বললেই চলে। এ কারণে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশের মাধ্যমে নতুন ভ্যাট হার কার্যকর করা হতে পারে। এই অধ্যাদেশ আগামী সপ্তাহে জারি হতে পারে।

দাম বাড়তে পারে এমন পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ/সস, ফলমূল, সাবান মিষ্টি, ডিটারজেন্ট, চপ্পল (স্যান্ডেল), টিস্যু পেপার, ইন্টারনেট ও বিমান টিকিট ইত্যাদি।

গত বছরের শেষার্ধে আইএমএফ-এর সঙ্গে বৈঠক করে এনবিআর। জানা গেছে, ঋণ দিতে আইএমএফ বাংলাদেশকে কর-জিডিপি অনুপাত ০.২ শতাংশ বাড়ানোর শর্ত দিয়েছে। টাকার অঙ্কে যা ১২ হাজার কোটির বেশি।

দাম বাড়বে,ওষুধ,সিগারেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত