বিদায়ী বছরের ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট টু পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে, যা নভেম্বরের ১১ দশমিক ৩৮ শতাংশ থেকে দশমিক ৪৯ শতাংশ কম। সাধারণ মূল্যস্ফীতির পাশাপাশি খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতেও কিছুটা স্বস্তি দেখা গেছে।
সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতি কমলেও, বছরের ব্যবধানে তা বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ, যা ২০২৪ সালের ডিসেম্বরে বেড়ে ১০ দশমিক ৮৯ শতাংশে পৌঁছেছে।
২০২৪ সালের ডিসেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ, যা নভেম্বরের ১৩ দশমিক ৮০ শতাংশ থেকে কমেছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে ডিসেম্বরে মূল্যস্ফীতি নেমে এসেছে ৯ দশমিক ২৬ শতাংশে, যা নভেম্বর মাসে ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।
তবে ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় উভয় খাতে মূল্যস্ফীতি বেড়েছে। ওই সময়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৮ দশমিক ৫২ শতাংশ।
বিবিএস-এর তথ্য অনুযায়ী, মাসওয়ারি মূল্যস্ফীতি কমলেও বছরের ব্যবধানে এ হার বৃদ্ধি দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি করছে। বিশেষ করে খাদ্য খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর প্রভাব ফেলছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক পণ্যবাজারে অস্থিতিশীলতা এবং দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ মূল্যস্ফীতির উপর প্রভাব ফেলছে। তবে সাম্প্রতিক সময়ে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।