দাম কমেছে দেশে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস)। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সমন্বয়ের মাধ্যমে অটোগ্যাসের দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২২ জানুয়ারি) এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৫ সালের ভ্যাট ও সংশোধিত শুল্ক অধ্যাদেশ অনুযায়ী, অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য এখন ৬৬ টাকা ৮৫ পয়সা হবে। এর মধ্যে ৪ টাকা ৪১ পয়সা ভ্যাট অন্তর্ভুক্ত। মজুতকরণের পর, এলপিজির মূল দাম ছিল ৫৩ টাকা ১৪ পয়সা, যার ওপর ৭.৫ শতাংশ হারে ৩ টাকা ৯৯ পয়সা মুসক যোগ করা হয়।
এ দফায় ৬৭ টাকা ২৭ পয়সা থেকে ৪২ পয়সা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, এই নতুন দাম অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি চলবে।
এর আগে, গত ১৪ জানুয়ারি এক আদেশে অটোগ্যাসের (এলপিজির) দাম বৃদ্ধি করে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন।
আবা/এসআর/২৪