মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ব্যাংকিং খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব উজমা চৌধুরী। রোববার (১৬ মার্চ) মেঘনা ব্যাংকের ১৮৫তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৮ সালের অক্টোবর থেকে তিনি দেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
মেঘনা ব্যাংক বিশ্বাস করে যে, উজমা চৌধুরীর দক্ষ নেতৃত্বে ব্যাংকটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এবং প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষতার মাধ্যমে মেঘনা ব্যাংককে শীর্ষ অবস্থানে নিয়ে যাবেন।
আবা/এসআর/২৫