ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন হলেন উজমা চৌধুরী

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন হলেন উজমা চৌধুরী

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ব্যাংকিং খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব উজমা চৌধুরী। রোববার (১৬ মার্চ) মেঘনা ব্যাংকের ১৮৫তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উজমা চৌধুরী যুক্তরাষ্ট্রের টেক্সাসের নিবন্ধিত সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট বা সিপিএ। উজমা চৌধুরী ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম শিল্পে সাত বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও তিনি আমেরিকান উইমেন্স সোসাইটি ফর সিপিএ-র হিউস্টন চ্যাপ্টারের সেক্রেটারি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের অক্টোবর থেকে তিনি দেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

মেঘনা ব্যাংক বিশ্বাস করে যে, উজমা চৌধুরীর দক্ষ নেতৃত্বে ব্যাংকটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এবং প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষতার মাধ্যমে মেঘনা ব্যাংককে শীর্ষ অবস্থানে নিয়ে যাবেন।

আবা/এসআর/২৫

মেঘনা ব্যাংক,চেয়ারপারসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত