ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অর্থ উপদেষ্টা

‘বাজেটের আকার অহেতুক বড় হবে না, বক্তৃতা হবে সংক্ষিপ্ত’

‘বাজেটের আকার অহেতুক বড় হবে না, বক্তৃতা হবে সংক্ষিপ্ত’

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের আকার অহেতুক বড় হবে না। এছাড়া বাজেট বক্তৃতাও সংক্ষিপ্ত হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী বাজেটটা আমরা বাস্তবমুখী করবো। প্রাইভেট সেক্টরে ব্যবসা-বাণিজ্যে যাতে প্রসার ঘটে সেই চেষ্টা আমরা করবো। ট্যাক্সের বিষয় এসেছে, সেগুলো আমরা দেখবো।

তিনি বলেন, বাজেটের আকার অহেতুক বড় করবো না। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও খুব একটা বড় হবে না। কিন্তু আমরা কতগুলো বিষয় যেমন মূল্যস্ফীতি কমাবো, একই সঙ্গে আমরা আয় যাতে বাড়ে এবং বেসরকারি খাতে যাতে কর্মসংস্থারের প্রসার ঘটে সেটা আমরা চেষ্টা করবো।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের ইম্প্যাক্টটা কী হয় সেটা আগে থেকে মাথায় রাখতে হবে। আগে তো বলা হতো এই এই করবো, কিন্তু আলটিমেটলি সেটা হতো না। আমরা ওটাই নজরে রাখবো।

‘আগে বাজেট বক্তৃতা ২০০-৩০০ পৃষ্ঠা হতো। আমি বলেছি ৫০-৬০ পৃষ্ঠার বেশি বাজেট বক্তৃতা হবে না। ওটা সংক্ষিপ্ত হবে, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশের উন্নীত হওয়ার বিষয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমরা প্রস্তুতি নেবো।

এর আগে মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, আমরা চাচ্ছি সমতাভিত্তিক ও কল্যাণমুখী বাজেট। আমাদের সময় সংক্ষিপ্ত, এ সময়ের মধ্যে আমরা বাজেটের কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমরা বাজেটে মধ্য এবং দীর্ঘমেয়াদি বিষয়ে নজর দিতে পারবো না। কারণ এটা আমাদের ম্যান্ডেট না।

বাজেট,বক্তৃতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত