ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

২২ দিনে রেমিট্যান্স এলো ২৪৪ কোটি ডলার

২২ দিনে রেমিট্যান্স এলো ২৪৪ কোটি ডলার

চলতি মাসের ২২ দিনেই রেমিট্যান্স এসেছে প্রায় আড়াই বিলিয়ন (২৪৪ কোটি ডলার) ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার ৭৬৮ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে প্রবাসী আয়ের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে চলতি মাস মার্চে। অর্থাৎ তিন বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে রেমিট্যান্স বা প্রবাসী আয়। ফলে রেমিট্যান্সে নতুন রেকর্ড করবে দেশ। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ ( প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স আসে গত ডিসেম্বরে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ৫ আগস্টের পর নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় প্রবাসী আয়ের গতি। একইসঙ্গে কমেছে হুন্ডি কারবারি এবং অর্থ পাচার। তাছাড়া খোলা বাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আরও বেড়েছে রেমিট্যান্স আসার গতিপ্রবাহ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৮ মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৯ কোটি ডলার। যা গত ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ৮ মাসে ছিল এক হাজার ৪৯৪ কোটি ডলার। সে হিসেবে গত অর্থবছরের প্রথম ৮ মাসের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৫৫ কোটি ডলার।

এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে। আর এ নিয়ে অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা ৭ মাস দুই বিলিয়ন ডলার অতিক্রম করে।

আবা/এসআর/২৫

রেমিট্যান্স,প্রবাসী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত