ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সোনার দামে নতুন রেকর্ড, দেশের ইতিহাসে সর্বোচ্চ

সোনার দামে নতুন রেকর্ড, দেশের ইতিহাসে সর্বোচ্চ

দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। সপ্তাহের ব্যবধানে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ এক হাজার ১১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা এতদিন ১ লাখ ৫৪ হাজার ৯৬৮ টাকা বিক্রি হয়ে আসছিল। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকা।

এর আগে আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হয় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হয়েছে।

সোনার দাম,রেকর্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত