ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আজ থেকে স্বাভাবিক কর্মঘণ্টায় চলবে ব্যাংক-অফিস

আজ থেকে স্বাভাবিক কর্মঘণ্টায় চলবে ব্যাংক-অফিস

দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) খুলছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে আসবে।

আজ থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হবে।

রমজানে ব্যাংকের অফিস সূচি ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামায়ের বিরতি ছিল। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হয়েছিল।

উল্লেখ্য, রমজান মাসে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। আর অফিস সূচি ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আবা/এসআর/২৫

ব্যাংক লেনদেন,ছুটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত