ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশকে ইউরোপে নজর দিতে জাতিসংঘের পরামর্শ

বাংলাদেশকে ইউরোপে নজর দিতে জাতিসংঘের পরামর্শ

যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপ এবং প্রতিশোধমূলক ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বাণিজ্য সংস্থা। এমন অবস্থায় বাংলাদেশকে ইউরোপের দিকে নজর দিতে বলেছে সংস্থাটি।

গত শুক্রবার জাতিসংঘের বাণিজ্য সংস্থার পরিচালক এমন সতর্কবার্তা দিয়েছেন।

আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র (আইটিসি) জানিয়েছে, বিশ্ববাণিজ্য ৩-৭ শতাংশ এবং বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদন (জিডিপি) শূন্য দশমিক ৭ শতাংশ সংকুচিত হতে পারে। আর এতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এ পরিস্থিতি এড়াতে পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক বাংলাদেশকে ইউরোপের বাজারে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের বাণিজ্য সংস্থা।

আইটিসির নির্বাহী পরিচালক পামেলা কোক-হ্যামিল্টন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটা অনেক বড় ব্যাপার। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে বাণিজ্য ৮০ শতাংশ কমবে এবং এর ঢেউ বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে।’

উল্লেখ্য, ট্রাম্প চলতি সপ্তাহে চীন বাদে বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। সেই সঙ্গে চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন। এর প্রতিক্রিয়ায় বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ পর্যন্ত করেছে। স্পষ্টত এটি এখন দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে বাণিজ্যযুদ্ধের সূচনা করেছে এবং সেইসঙ্গে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে বিপর্যস্ত করার ঝুঁকিতে ফেলেছে।

বাংলাদেশ,ইউরোপ,জাতিসংঘ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত