চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৪ - মার্চ ২০২৫) রাজস্ব আদায়ে বড় ধাক্কা খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রা কমিয়ে আনা সত্ত্বেও তা পূরণে ব্যর্থ হয়েছে সংস্থাটি।
জানুয়ারিতে শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করেও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। ফেব্রুয়ারিতে অর্থাৎ অর্থবছরের (জুলাই- ফেব্রুয়ারি) ৮ মাসে রাজস্ব ঘাটতি ছিল ৫৮ হাজার কোটি টাকা। অর্থবছরের নবম মাসে রাজস্ব ঘাটতি আরও বেড়েছে। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩ লাখ ২২ হাজার ১৫২ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও, আদায় হয়েছে মাত্র ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি টাকা। সে হিসাবে, ঘাটতি ৬৫ হাজার ২৬৫ কোটি টাকা।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৯ মাস (জুলাই-মার্চ) মোট রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি ৮৪ লাখ টাকায়। যদিও এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রায় এ ৯ মাসে মোট ৩ লাখ ২২ হাজার ১৫২ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছিল। অর্থাৎ আলোচ্য ৯ মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ। অর্থবছরের প্রথম ৯ মাস শেষে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতির হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে, আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) তাদের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের পূর্বশর্ত হিসেবে জুনের মধ্যে ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের শর্ত জুড়ে দিয়েছে। কিন্তু চলমান পরিস্থিতিতে সেই লক্ষ্যও পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আবা/এসআর/২৫