ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গবিতে গবেষণা প্রস্তাব লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গবিতে গবেষণা প্রস্তাব লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) গবেষণা প্রস্তাব লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি ২০২৩ (সোমবার) গণ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এই কর্মশালার আয়োজন করে।

উপস্থিত সকল শিক্ষকদের এই সেমিনারের মাধ্যমে গবেষণা কার্যক্রম বেগবান করতে নির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় রিসার্স পারসন হিসেবে ছিলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফুয়াদ হোসেন এবং সিএমআর এর রিসার্চ এসোসিয়েট ডাঃ সমর কুমার হোড়। উক্ত কর্মশালায় বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা উপস্থিত নির্দেশনায় চারটি গবেষণা প্রস্তাব প্রস্তুত করেন, যা আগামীতে প্রকল্প আকারে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

সেমিনার সম্পর্কে উপাচার্য মহোদয় জানান, 'বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করতে অত্যন্ত সুন্দর আয়োজন। শিক্ষকদের নেতৃত্বে গবেষণামূলক এ ধরণের কার্যক্রম অদূর ভবিষ্যতে চলমান থাকবে। আমরা বিশ্ববিদ্যালয়কে গবেষণায় উচ্চমান সম্পন্ন করতে সচেষ্ট আছি।'

রিসার্স পারসন ফুয়াদ হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্ম শেখানোতে এধরণের শিক্ষামূলক কর্মসূচি অত্যন্ত জনপ্রিয় হবে এবং গবেষণা কার্যক্রমে গণ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের গবেষণা ৪টি প্রস্তুতি ও প্রণোদনা প্রদান, অণ্যাণ্য অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্বুদ্ধ করবে গবেষণাপত্র তৈরিতে। ইতিপূর্বে আমাদের গবেষণাপত্রগুলো যে ধারায় ছিলো, সেই গুণগতমানকে উচ্চতর করতে উক্ত কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।'

এসময় অন্যান্যের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মোঃ রফিকুল ইসলাম, রিসার্চ এর পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত