ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুখে কালো কাপড় বেঁধে চবি অফিসার সমিতির অবস্থান কর্মসূচি

মুখে কালো কাপড় বেঁধে চবি অফিসার সমিতির অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কঠোর কর্মসূচির অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির নেতৃবৃন্দ। এসময় তারা রেজিস্ট্রারের নামফলকে কালো কাপড় বেঁধে দেন ।

বুধবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে বেলা আড়াইটার দিকে অফিসার সমিতির নেতৃবৃন্দ এই অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় সমিতির সভাপতি রশীদুল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী উপস্থিত ছিলেন।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন রেজিস্ট্রার নেই। যার কারণে চবিতে পূর্ণকালীন রেজিস্ট্রার পদে নিয়োগের দাবিতে গত ১ জানুয়ারি রেজিস্ট্রার অফিসে অবস্থান কর্মসূচি পালন করি। কিন্তু আমাদেরকে কোন প্রকার অবহিত না করে প্রশাসন ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেয়। যেটা আমরা মিডিয়া ও পত্রিকার নিউজের মাধ্যমে জানতে পেরেছি। আর বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক বা প্রশাসনিক লোককে যেন রেজিস্ট্রার পদে নিয়োগ না দেয় একারণে আমরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছি।

গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল ইসলাম অফিসার সমিতির দাবির প্রতি সম্মান জানিয়ে পদত্যাগ করেন। এর আগে ১লা জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে পূর্ণাঙ্গকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত বছর ২০ মার্চ ১০ বছরের অধিক বয়সী বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়েছিল, ‘কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত, অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয় শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি/সামরিক কর্মকর্তাসহ ক্ষেত্রবিশেষে কলেজের শিক্ষকদের চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন হিসেবে নিয়োগ করা হয়েছে। এতে প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এসব পদে পূর্ণকালীন নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হলো।’

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার পর থেকে রেজিস্ট্রার পদে মোট ১৬ জন দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ১৩ জন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। ১৯৯৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২৯ জুন ২০২০ পর্যন্ত ১২ জন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল ইসলামকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়। সে হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টানা ২৭ বছরের বেশি সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিয়ে দায়িত্ব চালানো হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এস মনিরুল হাসানকে দুই বছরের জন্য এ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে দায়িত্ব দেয়া হয়।

কালো কাপড়,বেঁধে,অবস্থান,ধর্মঘট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত