ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্র-ছাত্রীরাই আমার সাহিত্য চর্চার অনুপ্রেরণা : চবি উপাচার্য

ছাত্র-ছাত্রীরাই আমার সাহিত্য চর্চার অনুপ্রেরণা : চবি উপাচার্য

ছাত্র-ছাত্রীরাই আমার সাহিত্য চর্চার অনুপ্রেরণা। ছাত্র-ছাত্রীদের পড়াতে গিয়ে আমি যা জেনেছি তাই আমার সাহিত্য চর্চার হাতিয়ার। ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন বক্তব্যই রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড.শিরিণ আখতার।

সোমবার (৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব 'রোড টু বিসিএস' শীর্ষক সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সিইউডিএস বিশ্ববিদ্যালয়রে একটি পুরনা সংগঠন। এ সংগঠন বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণদের নিয় যে কর্মযজ্ঞ পরিচালনা কর আসছন তা প্রশংসনীয়। এছাড়া উপাচার্য আরো বলেন, ‘বিতর্ক একটি নান্দনিক শিল্পকর্ম”। বিতর্কের মাধ্যমে যেমন শিক্ষার্থীদর সুপ্ত প্রতিভার বিকাশ সাধন হয়, তেমনি তাদর মধ্য পারস্পরিক সহযাগিতা, সহমর্মিতা, আন্তরিকতা ও ভ্রাতত্ববাধের মাধ্যমে একটি যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠিত হয়। উপাচার্য এ সংগঠনর কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার আহবান জানান।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ার পাশা । তিনি তার বক্তব্যে বলেন, মানুষের জীবন ছোট। এই ছোট্ট জীবনে আমাদের এমন কিছু করে যেতে হবে যাতে করে সমাজ এবং ইতিহাস আমাদের মনে রাখে। সমাজ এবং দেশের জন্য অবদান রাখার অন্যতম একটি মাধ্যম হল বিসিএস। কিন্তু বিসিএসই আমাদের জীবনের মূল ভিশন হতে পারে না। আমাদের মূল ভিশন হতে হবে যে সমাজে আমি জন্মেছি, যে সমাজ আমাকে গড়ে তুলেছে তাকে এক পা হলেও সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিসিএসে বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন।

এতে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এবং কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসা,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং সেন্টার নোয়াখালী, চট্টগ্রাম) মোহাম্মদ রাকিব খান। উপ কর কমিশনার (কর অঞ্চল-১, চট্টগ্রাম) আব্দুল্লাহ ইউসুফ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন, অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের শাহরিয়ার আলম, স্বাগত বক্তব্য প্রদান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর আফজালুর রহমান।

ছাত্র-ছাত্রীরা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,উপাচার্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত