ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়দিনব্যাপী নাট্যোৎসব শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়দিনব্যাপী নাট্যোৎসব শুরু

‘শিল্পের সৃজন হোক নিসর্গের প্রেরণায়’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছয়দিনব্যাপী নাট্যোৎসব-২০২৩। ৪৩ বছর পূর্তি উপলক্ষে ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’ এ নাট্যোৎসবের আয়োজন করেছে ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে বটতলা প্রযোজিত ‘খনা’ নাটকের মাধ্যমে এ উৎসব শুরু হয়। ছয়দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) আয়োজনের দ্বিতীয় দিন জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় ‘বিচারপতি ঘুমিয়ে গেছেন’, ৩য় দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা থিয়েটারের প্রযোজনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় ‘দি ম্যান ফ্রম আর্থ’, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পরিবহন চত্ত্বরে ‘মধ্যরাতের গান ও কবিতা’ এবং শেষ দিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশ নাটকের প্রযোজনায় ‘পারাপার’ নাটক মঞ্চায়িত হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক মঞ্চায়িত হবে।

এবারের নাট্যোৎসবে নাট্য ব্যক্তিত্ব হিসেবে খায়রুল আলম সবুজ এবং শিক্ষা ব্যক্তিত্ব হিসেবে আনু মুহাম্মদকে ‘জাহাঙ্গীরনগর থিয়েটার পদক- ২০২৩’ প্রদান করা হবে। এছাড়া তরুণ নাট্য ব্যক্তিত্ব হিসেবে শুভাশিষ সিনহাকে ‘আলোক কুমার রায়’ পদক প্রদান করা হবে।

জাবি,নাট্যোৎসব,আয়োজন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত