ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নতমানের খাবারের আয়োজন

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নতমানের খাবারের আয়োজন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নত মানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত হয়েছে। রবিবার (১২ মার্চ) বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেন প্রভোস্ট কমিটির সভাপতি নাজমুল হাসান তালুকদার।

তিনি বলেন, ‘একাডেমিক বর্ষপঞ্জি অনুসারে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে কোনো বিভাগ চাইলে ক্লাস-পরীক্ষা চালু রাখতে পারবে। ২৬ মার্চ থেকে ছুটি শুরু হওয়ায় এবার স্বাধীনতা দিবস উপলক্ষে নিয়মিত ফিস্ট (উন্নত মানের খাবার) আয়োজনের পরিবর্তে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।’

তিনি আরও বলেন,‘খাবার পরিবেশনে জন প্রতি বাজেট এখনো নির্ধারণ করা হয়নি। যা পরবর্তী মিটিংয়ে চূড়ান্ত হবে।’

উল্লেখ্য, প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খাবার,পরিবেশন,সিদ্ধান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত