ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইবিতে আইইউমুনা'র ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

ইবিতে আইইউমুনা'র ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতিসংঘ সাধারণ পরিষদ আদলে গঠিত ইসলামিক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (আইইউমুনা) এর উদ্যোগে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে।

বুধবার (১৫ই মার্চ) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনটিতে আইইউমুনা'র ডিরেক্টর অব সোশ্যাল আয়েশা বিনতে রাশেদ তিথি এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ,পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলাম জুয়েল।

সম্মেলনটি সঞ্চালনা করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া হোসাইন ও সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৯-২০ শিক্ষার্থী কাজী সুরাইয়া ইভা।

সম্মেলনে, ঢাবি, জাবি, চবি, রাবি, খুবি, চুয়েট, বিইউপি, বশেমুরবিপ্রবি, এনএসইউ, আইআইইউসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে মোট পাচঁটি কমিটি রয়েছে। এই সম্মেলনের উদ্দেশ্য আসন্ন প্রজন্মের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সুসংহত করার মাধ্যমে একটি উপকারী পদ্ধতির স্কেল করা।

ছায়া,জাতিসংঘ,সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত