ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুন নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

নতুন নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

নতুন নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ দিনের ইনডাকশন প্রশিক্ষণ আজ (বুধবার) থেকে শুরু হয়েছে। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষকরা ৫ হাজার টাকা সম্মানী পাবেন। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। দেশব্যাপী এ প্রশিক্ষণে ব্যয় হবে ৩১ কোটি ৮৫ লাখ টাকার বেশি।

সোমবার (২৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুর রহমান বিল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় ২০২২-২৩ অর্থবছরে ২৯১টি উপজেলা/থানা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হবে। মোট ৪৩৪টি ব্যাচে ইনডাকশন প্রশিক্ষণে মোট হবে ব্যয় হবে ৩১ কোটি ৮৫ লাখ ৩ হাজার টাকা।

এ প্রশিক্ষণের সময়কাল ১০ দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে প্রশিক্ষণ শুরু হয়ে বিরতিহীনভাবে (জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন ছাড়া) চলবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী সংখ্যা হবে সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ২৫ জন। একই উপজেলা থেকে শিক্ষক পাওয়া না গেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে একই জেলার অন্য উপজেলা থেকে শিক্ষক ডেপুটেশন দেয়া যাবে। তাছাড়া ২০১৮ সালে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত কোনো শিক্ষক ডিপিএড ও ইনডাকশন প্রশিক্ষণ গ্রহণ না করে থাকলে তাদেরকে এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা যাবে।

প্রাথমিক,শিক্ষক,প্রশিক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত