ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে রবি উপাচার্যের শোক

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে রবি উপাচার্যের শোক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো: শাহ্ আজম।

শনিবার (৬ মে) এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য।

শোকবার্তায় উপাচার্য বলেন, বেগম রহিমা ওয়াদুদের প্রয়াণে রবি পরিবার শোকাহত। তাঁর মৃত্যুতে জাতি এক নিবেদিত প্রাণ শিক্ষাকর্মীকে হারাল।

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, মহিয়ষী রহিমা ওয়াদুদের মৃত্যুশোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে উঠতে পারেন তার জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।

উল্লেখ্য, শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন রহিমা ওয়াদুদ ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি মৃত্যুকালে এক ছেলে ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু ও এক মেয়ে ডা. দীপু মনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষামন্ত্রী,উপাচার্য,শাহ্ আজম,শোকবার্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত