চবি ভর্তি পরীক্ষা

ফল প্রকাশের আগেই ফেসবুক স্ট্যাটাস, কারণ দর্শানোর নোটিশ

প্রকাশ : ২৩ মে ২০২৩, ১৬:১৬ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ফল প্রকাশের একদিন আগেই (২১ মে) বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ছেলের ফলাফল ফেসবুকে পোস্ট করা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। সমালোচনার বিষয় জানতে পেরে তিনি ফেসবুক স্ট্যাটাসটি সরিয়ে নেন। সোমবার (২২ মে) বেলা ১২টার দিকে 'এ' ইউনিটের ফলাফল প্রকাশ হয়। আর সেই কর্মকর্তার স্ট্যাটাসে পূর্বঘোষিত ফলাফলের মিল পাওয়া গেছে।

চবি সূত্র জানায়, ওই কর্মকর্তার নাম মোহাম্মদ সোহরাওয়ার্দী। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন। ফেসবুক পোস্টে ওই কর্মকর্তা লেখেন, 'আলহামদুলিল্লাহ। আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী।’ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (২২ মে) মোহাম্মদ সোহরাওয়ার্দীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বলেন, তিন কর্মদিবসের মধ্যে কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাবের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।